লাইসেন্স-থাকলে-গাড়িতে-‘ওকে’ || If the license is okay in the car || News BD Zones
লাইসেন্স-থাকলে-গাড়িতে-‘ওকে’ || If the license is okay in the car || News BD Zones
লাইসেন্স থাকলে গাড়িতে ‘ওকে’
আংকেল! এক লাইনে যাবেন..এক লাইনে। প্লিজ, দেখি লাইসেন্সটা। ‘ওকে’ (OK) লিখে দিয়েছি, আর কেউ থামাবে না। আজ বৃহস্পতিবার বিকেলে কল্যাণপুর থেকে কারওয়ান বাজার পর্যন্ত সড়কে শিক্ষার্থীদের তৈরি ‘চেকপোস্টের’ চিত্র এটা।
শিক্ষার্থীরা দুই চাকা থেকে চার চাকা—সব বাহনের চালকদের লাইসেন্স পরীক্ষা করে। এ সময় যাঁদের লাইসেন্স ছিল, তাঁদের বাহনের সামনে কলম দিয়ে ইংরেজিতে ওকে লিখে দেয়। ফলে অন্য শিক্ষার্থীরা আর ওই চালকের লাইসেন্স দেখতে চাইত না। এ সময় সংশ্লিষ্ট চালককে শিক্ষার্থীদের পক্ষ থেকে কেক বা চকলেটের মতো উপহারও দিতে দেখা যায়।
অন্যদিকে যেসব চালকের লাইসেন্স ছিল না বা মেয়াদোত্তীর্ণ হয়ে গেছে, শিক্ষার্থীরা তাঁদের ট্রাফিক পুলিশের কাছে হস্তান্তর করে। শিক্ষার্থীরা সড়কের উভয় পাশকে তিন লেন করে মোট ছয় লেনে ভাগ করে। ফুটপাত লাগোয়া লেন দিয়ে রিকশা ও মোটরসাইকেল, মাঝের লেন দিয়ে প্রাইভেট কার ও তৃতীয় লেন দিয়ে ভারী বাহন যাওয়ার জন্য তারা অনুরোধ করে। এ সময় শিক্ষার্থীরা চালকদের প্রতি বলেছেন, ‘আংকেল, প্লিজ, ওভারটেক করবেন না, এক লাইনে যাবেন’ বলতে শোনা গেছে।
No comments