Header Ads

Header ADS

শিক্ষার্থীদের-দাবির-সঙ্গে-একাত্মতা-সোহেল-তাজের || Students-Claims-Together-Sohel-Taj || News BD Zones

শিক্ষার্থীদের-দাবির-সঙ্গে-একাত্মতা-সোহেল-তাজের || Students-Claims-Together-Sohel-Taj || News BD Zones


শিক্ষার্থীদের দাবির সঙ্গে একাত্মতা সোহেল তাজের

নিরাপদ সড়কসহ কয়েকটি দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বঙ্গতাজ তাজউদ্দীন আহমদের ছেলে তানজিম আহমদ সোহেল তাজ। তিনি এ আন্দোলনে সমর্থনও জানিয়েছেন।
আজ বৃহস্পতিবার নিজের ফেসবুক পেজে সোহেল তাজ পাঁচ দিন ধরে চলা আন্দোলনে একাত্মতা প্রকাশ করে সমর্থনের কথা জানান।
সোহেল তাজ বলেন, ‘আমি আমার শিক্ষার্থী ভাইবোন, অভিভাবক এবং সকল সাধারণ মানুষের নিরাপদ সড়কের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করছি ও সমর্থন জানাচ্ছি। নিরাপদ সড়ক এবং সাধারণ মানুষের নিরাপত্তার বিষয়ে আমি অনেক আগে থেকেই বলে আসছি। এ বিষয় নিয়ে আমি বেশ কিছু উদ্যোগও নিয়েছিলাম। প্রয়োজনে আমি সরকারকে এর সমাধানে সহায়তা করতে প্রস্তুত। ২০১০ সালে আমি বলেছিলাম, সড়ক দুর্ঘটনা বাংলাদেশের জন্য একটি নীরব সুনামি।’

সড়কে ওভারটেকিং বন্ধে এবং সুষ্ঠুভাবে যান চলাচলের জন্য শিক্ষার্থীরা রাস্তায় বসে পড়ে যানবাহন নিয়ন্ত্রণ করে। মিরপুর সড়ক, সায়েন্স ল্যাব, ঢাকা, ২ আগস্ট। ছবি: দীপু মালাকার


রাজধানীর বিমানবন্দর সড়কে গত রোববার জাবালে নূর পরিবহনের একটি বাসচাপায় দুই শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনার প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়ে শিক্ষার্থীরা। ওই দিন থেকে বেপরোয়া গাড়ির চালকের ফাঁসির দাবি এবং এ শাস্তি সংবিধানে সংযোজন করা, সড়কে ফিটনেসবিহীন গাড়ি না চলা, নিরাপদ সড়কের দাবি, সারা দেশে শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়ার ব্যবস্থা করা, নৌমন্ত্রী শাজাহান খানের ক্ষমা চাওয়াসহ কয়েক দফা দাবিতে টানা পাঁচ দিন ধরে ঢাকায় ছাত্র বিক্ষোভ করছে। রাজধানীর শিক্ষার্থীদের এ দাবি পরে সারা দেশে ছড়িয়ে পড়ে।

No comments

Theme images by Petrovich9. Powered by Blogger.