Header Ads

Header ADS

খেপেছেন-সিরিয়ালের-শিল্পীরা || Nuts-are-the-artists-of-the-serial || News BD Zones

খেপেছেন সিরিয়ালের শিল্পীরা
  জি বাংলার জনপ্রিয় সিরিয়াল ‘বকুল কথা’, ‘রাণী রাসমণি’ ও ‘অন্দরমহল’-এর দৃশ্য


ভারতের বাংলা সিরিয়ালের অভিনয়শিল্পীরা সোচ্চার হতে শুরু করেছেন। দীর্ঘদিন তাঁদের মাঝে যে অসন্তোষ বিরাজ করছিল, তা এবার সামনে চলে এসেছে। যাঁরা এত দিন কোনো প্রযোজনা প্রতিষ্ঠানের বিরুদ্ধে একটা শব্দও বলতে সাহস করেননি, তাঁরা এখন সেই নির্মাতা প্রতিষ্ঠানগুলোর মুখোমুখি হয়েছেন। শিল্পীদের পক্ষ থেকে কথা বলছে তাঁদের সংগঠন আর্টিস্ট ফোরাম। সঙ্গে আছে পশ্চিমবঙ্গ টেলি একাডেমি এবং শিল্পী ও কলাকুশলীদের ফেডারেশন।

জানা গেছে, ভারতের বাংলা সিরিয়ালের শিল্পীদের দাবিগুলোর মধ্যে রয়েছে কাজের কোনো নির্ধারিত সময় না থাকা, প্রতিদিন ১৭ থেকে ১৮ ঘণ্টা শুটিংয়ে বাধ্য করা, সারা মাসই শুটিং করা, কোনো পূর্ব ঘোষণা কিংবা আলোচনা ছাড়াই শিল্পীকে দিয়ে সারা রাত কাজ করানো, শিল্পীদের পারিশ্রমিক বা সম্মানী না বাড়ানো, নির্ধারিত সময়ে পারিশ্রমিক বা সম্মানী না দেওয়া, সব ধরনের নিরাপত্তা নিশ্চিত না করা। এসব দাবির ব্যাপারে শিল্পীরা অনেক দিন ধরেই নিজেদের মধ্যে আলোচনা করেছেন। প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে বিচ্ছিন্নভাবে বসেছেন। তবে এবার নিজেদের দাবি আদায়ের জন্য শিল্পীরা সবাই জোটবদ্ধ হয়ে আন্দোলন করছেন। এসব দাবি আদায়ের ব্যাপারে এবার মুখ্য ভূমিকা রাখছে আর্টিস্ট ফোরাম।

এরই মধ্যে ভারতের বাংলা সিরিয়ালের অভিনয়শিল্পীদের সংগঠন আর্টিস্ট ফোরাম থেকে শিল্পীদের দাবিগুলো লিখিত আকারে প্রযোজনা প্রতিষ্ঠানগুলোকে পাঠানো হয়েছে। এখানে শিল্পীদের আট দফা দাবি তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে কোনো শিল্পীকে দিয়ে দিনে ১০ ঘণ্টার বেশি শুটিং করানো যাবে না। বিশেষ প্রয়োজনে শিল্পীকে দিয়ে আরও চার ঘণ্টা বাড়তি কাজ করিয়ে নেওয়া যেতে পারে, কিন্তু সে ক্ষেত্রে শিল্পীর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিতে হবে। আর এ ক্ষেত্রে শিল্পীকে ঘণ্টাপিছু বাড়তি পারিশ্রমিক দিতে হবে। প্রতিদিন রাত ১০টার মধ্যে শুটিং শেষ করতে হবে। চিত্রনাট্যের প্রয়োজনে একজন শিল্পীকে দিয়ে মাসে সর্বোচ্চ সাত দিন রাতে শুটিং করানো যাবে। কোনো শিল্পী মাসে ২৩ দিনের বেশি শুটিং করবেন না। শিল্পীদের পারিশ্রমিক পরবর্তী মাসের ১৫ তারিখের মধ্যে মিটিয়ে দিতে হবে।

আর্টিস্ট ফোরামের সাধারণ সম্পাদক অরিন্দম গঙ্গোপাধ্যায় ভারতীয় সংবাদমাধ্যমকে বলেন, ‘শুটিংয়ের নামে শিল্পীদের দিয়ে অমানুষিক পরিশ্রম করানো হচ্ছে। এমনকি প্রায় প্রতিদিনই একজন শিল্পী ভোর তিনটা কিংবা চারটা পর্যন্ত কাজ করছেন। কিছু প্রযোজনা প্রতিষ্ঠান ঠিকমতো শিল্পীদের পারিশ্রমিক দিচ্ছে না। যে যেভাবে পারছে, শিল্পীদের দিয়ে কাজ করিয়ে নিচ্ছে। ফলে এখানে বিশৃঙ্খল পরিস্থিতির তৈরি হয়েছে। প্রতিটি ক্ষেত্রে শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য আর্টিস্ট ফোরাম এবার উদ্যোগ নিয়েছে।’

এরই মধ্যে এসব দাবি নিয়ে প্রযোজনা প্রতিষ্ঠান আর তাদের সংগঠনের সঙ্গে আলোচনায় বসেছে আর্টিস্ট ফোরাম। জানা গেছে, তাদের মধ্যে ইতিবাচক আলোচনা হয়েছে। বড় কোনো সমস্যা তৈরির আশঙ্কা নেই। শিগগিরই সবকিছুর সমাধান হবে।

No comments

Theme images by Petrovich9. Powered by Blogger.