Header Ads

Header ADS

পুলিশের-গুলিতে-নিহত-৩ || Police fired 3 || News BD Zones

পুলিশের-গুলিতে-নিহত-৩ || Police fired 3 || News BD Zones

জিম্বাবুয়েতে নির্বাচন-পরবর্তী সহিংসতা
পুলিশের গুলিতে নিহত ৩
      গুলিবিদ্ধ একজনকে মাটিতে পড়ে থাকতে দেখা যায়। ছবি: এএফপি
জিম্বাবুয়ের রাজধানী হারারেতে পুলিশের গুলিতে তিনজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিরা সরকারবিরোধী মিছিলে অংশ নিয়েছিলেন বলে স্থানীয় পুলিশ জানায়। পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত হয়েছেন বেশ কজন। বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এই তথ্য দেওয়া হয়েছে। 

পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা মোতায়েন করা হয়েছে। তবে কর্তৃপক্ষ বলছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে সহায়তা করতে হারারের কেন্দ্রস্থলে সেনা মোতায়েন করা হয়েছে। 
পুলিশের গুলির তীব্র নিন্দা জানিয়েছে বিরোধী জোট এমডিসি। পুলিশের এই হামলাকে রবার্ট মুগাবের সময়কার ‘অন্ধকার দিন’–এর সঙ্গে তুলনা করেছে তারা।

No comments

Theme images by Petrovich9. Powered by Blogger.