Header Ads

Header ADS

শিক্ষার্থীদের-ঘরে-ফেরার-আহ্বান-সাকিবের || Shakib's-call to-the-students-to-return-home || News BD Zones

শিক্ষার্থীদের ঘরে ফেরার আহ্বান সাকিবের

সাকিবের ফেসবুক পোস্ট
আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে ফেসবুকে পোস্ট দিয়েছেন সাকিব আল হাসান। বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক চান ছাত্রছাত্রীরা এখন ঘরে ফিরে পড়াশোনায় মন দিক।



সারা দেশে অভূতপূর্ব সাড়া ফেলেছে নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত আন্দোলন। গত ছয় দিন রাজপথে থেকে স্কুল-কলেজের ছাত্রছাত্রীরা যেভাবে শান্তিপূর্ণভাবে বিদ্যমান ট্রাফিক ব্যবস্থার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে, তাতে একাত্মতা প্রকাশ করেছে দেশের সর্বস্তরের মানুষ। সরকারও তাদের দাবিকে যৌক্তিক মনে করে সিদ্ধান্ত নিয়েছে সেগুলো একে একে পূরণ করার। 

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ খেলতে গেলেও এ আন্দোলনের ওপর চোখ আছে বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়দের। ক্যারিবীয়দের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি–টোয়েন্টি খেলার জন্য বাংলাদেশ এখন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়। সেখান থেকে ছাত্রছাত্রীদের উদ্দেশে ফেসবুকে পোস্ট দিয়েছেন বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক। তাঁর চাওয়া, শিক্ষার্থীরা যেন এখন ঘরে ফিরে যান, ‘আমি এখন ফ্লোরিডায় আছি। আজ এক গুরুত্বপূর্ণ মুহূর্তে আমার তরুণ ফ্যানদের উদ্দেশে কিছু বলতে চাই। গত ২৯ জুলাই রাজধানীর বিমানবন্দর সড়কে বাসচাপায় দুই স্কুল শিক্ষার্থী দিয়া ও আবদুল করিম নিহত হওয়ার ঘটনায় আমি প্রচণ্ড মর্মাহত ছিলাম। কিন্তু যখন দেখলাম তার সহপাঠী থেকে শুরু করে সারা দেশের ছাত্রছাত্রীরা দোষীদের শাস্তি দাবি ও নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন শুরু করেছে, তখন গর্ববোধ করেছি বাংলাদেশের একজন নাগরিক হিসেবে। দেশে থাকলে আমিই তোমাদের অটোগ্রাফ নেওয়ার জন্য চলে আসতাম।
তোমাদের সাধুবাদ জানিয়ে বলতে চাই, তোমাদের দাবি কার্যকর হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী নিহত পরিবারকে আর্থিক সহায়তা ছাড়াও নিরাপদ সড়ক আইন করতে আন্তরিকভাবে কাজ করছেন। ইতিমধ্যে অভিযুক্ত পরিবহনের রুট পারমিট বাতিলসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ অবস্থায় তোমাদের কাছে বিনীত অনুরোধ করব, ক্লাসে ফিরে পড়াশোনায় মনোনিবেশ করতে। তোমরা যা করেছ, তা এ দেশে ইতিহাস হয়ে থাকবে। এ অর্জন সফল হবে তোমাদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার মাধ্যমে।
তোমাদের দাবি পূরণ হয়েছে এবং হচ্ছে। ব্যত্যয় ঘটলে আমাকে পাবে তোমাদের সঙ্গে।’

No comments

Theme images by Petrovich9. Powered by Blogger.